চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও আগামী কয়েক দিন উত্তাল থাকবে ওড়িশা উপকূল।
আজ বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হবে। শনিবার ও রবিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও নামতে পারে ঝড়-বৃষ্টি।