বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে রূপ নিল নিম্নচাপে। রবিবার সকাল আটটা নাগাদ অন্ধ্রপ্রদেশ–ওড়িশা উপকূলের পূর্বদিকে নিম্নচাপটি তৈরি হয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহবিদরা মনে করছেন, মঙ্গলবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওডিশা–অন্ধ্র সীমানা বরাবর স্থলভাগে ঢুকবে। তবে সরাসরি বাংলায় এর প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এরপর বঙ্গোপসাগরের উত্তরে, বাংলার উপকূলের কাছেই ফের নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য আরও বাড়বে বলে পূর্বাভাস।
আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির প্রাবল্য বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ ও ২৩ আগস্ট দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ২২ তারিখে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২৩ তারিখে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি নামতে পারে।