উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আপাতত ঝাড়খণ্ডের উপর সক্রিয়। এর জেরে বুধবার পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। এর ফলে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়ও কয়েক দফায় বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার দু’এক পশলা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যদিও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মহালয়ার দিন, অর্থাৎ রবিবার, ফের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি থেমে গেলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
উত্তরবঙ্গে অবশ্য শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায়ও মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।