টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। কোথাও হাঁটুসমান, কোথাও আবার কোমর ছাড়িয়ে জল জমেছে রাস্তাঘাটে। কসবা থেকে লেনিন সরণি, বিধান সরণি থেকে মহাত্মা গান্ধী রোড— উত্তর ও দক্ষিণ কলকাতা যেন এক বিশাল জলাশয়। নিত্যদিনের ব্যস্ত শহর মঙ্গলবার সকালে যেন হঠাৎ থমকে দাঁড়াল বৃষ্টির দাপটে। দেখুন রাজীব বসুর ক্যামেরায়
আনোয়ার শাহ-বাইপাস কানেক্টর


বালিগঞ্জ সুকান্ত সেতুর মুখে


সুকিয়া স্ট্রিট


পর্ণশ্রী থানা

ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা

ক্যামাক স্ট্রিট
