Home / খবর / রাজ্য / অনলাইনে শুরু হয়নি এসআইআরের ফর্ম পূরণ, প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে চালু হবে কবে?

অনলাইনে শুরু হয়নি এসআইআরের ফর্ম পূরণ, প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে চালু হবে কবে?

মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর এনুমারেশন ফর্ম বিলি। বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন ফর্ম, অনেক জায়গায় সাধারণ মানুষকে ফর্ম পূরণের পদ্ধতিও বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। প্রয়োজনে ফিলআপ করতেও সাহায্য করছেন।

এসআইআরের ঘোষণা করার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, এই ফর্ম অনলাইনেও পূরণ করা যাবে। বিশেষ করে কর্মসূত্রে রাজ্যের বাইরে বা বিদেশে থাকা নাগরিকদের কথা মাথায় রেখে চালু করা হবে এই ব্যবস্থা। কিন্তু বাস্তবে দেখা গেল, মঙ্গলবার অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলির প্রথম দিন অনলাইন পরিষেবা চালু হয়নি।

কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে অনলাইন ফর্ম আপাতত বন্ধ রয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, দু’-এক দিনের মধ্যেই তা চালু হয়ে যাবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি।

এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায় প্রতিটি ভোটারকে এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর সেই তথ্য ২০০২ সালের শেষ এসআইআরের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হবে। যাচাইয়ের পরেই নাম উঠবে সংশোধিত নতুন ভোটার তালিকায়। মঙ্গলবার থেকে বিএলও-রা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ শুরু করেছেন।

মূলত বিদেশে থাকা বাঙালিদের জন্যই অনলাইন প্রক্রিয়ার ঘোষণা হয়েছিল, যাতে তাঁরা সশরীরে হাজির না হয়েও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। কিন্তু প্রথম দিন থেকেই অনলাইন ব্যবস্থা বন্ধ থাকায় অসন্তোষ দেখা দিয়েছে ভোটারদের মধ্যে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *