Home / খবর / রাজ্য / ৩টি মামলায় বেকসুর খালাস সারদা-কর্তা সুদীপ্ত সেন, সঙ্গে দেবযানীও

৩টি মামলায় বেকসুর খালাস সারদা-কর্তা সুদীপ্ত সেন, সঙ্গে দেবযানীও

screenshot 20250819 164825~2

সারদা মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়

২০১৩ সালের বহুল আলোচিত সারদা চিটফান্ড কাণ্ডে অবশেষে প্রথম রায়দান হল। মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানার তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন সারদার দুই মূল অভিযুক্ত সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়।

১১ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিধিশ্রী জানান, সরকার পক্ষের ৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জন হাজির হন এবং তাঁদের সাক্ষ্যে প্রতারণা বা জালিয়াতির প্রমাণ মেলেনি। সেই কারণেই দুজনকেই বেকসুর খালাস করা হয়েছে।

তবে স্বস্তির খবর এলেও আপাতত জেল থেকে মুক্তি মিলছে না তাঁদের। রাজ্যের দায়ের করা মোট ২৫০টি মামলার মধ্যে ২১৪টিতে জামিন পেলেও এখনও বেশ কিছু মামলায় জামিন পাননি তাঁরা। বর্তমানে দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে এবং সুদীপ্ত প্রেসিডেন্সি জেলে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ এপ্রিল কাশ্মীরের শোনমার্গ থেকে গ্রেফতার করা হয়েছিল সুদীপ্ত সেন ও দেবযানীকে। দীর্ঘ কারাবাসের মধ্যেই শুরু হয় তাঁদের যৌথ জেরা, আর সেখানেই একসময় দেবযানীর বিরুদ্ধেই জোর করে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন সারদা কর্তা সেন।

সুদীপ্ত-দেবযানীর বিরুদ্ধে মোট ২৫০টি মামলা রয়েছে রাজ্যের করা। এর মধ্যে ২১৪টি মামলায় জামিন পেয়েছেন তাঁরা। বাকি মামলায় জামিন পাননি। ফলে এদিন বেকসুর খালাস হওয়ার পরও দুজনকেই জেলে থাকতে হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *