কলকাতা: নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। এই প্রথম কোনও নিম্ন আদালতের মামলায় জামিন পেলেন পার্থ।
এর আগে গ্রুপ সি নিয়োগ মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে একাধিক মামলায় নাম জড়ানোয় তখনও জেলমুক্তি হয়নি। এবারের মামলায় জামিন হলেও একই পরিস্থিতি থাকবে—অন্য মামলায় তিনি এখনও অভিযুক্ত থাকায় জেল থেকে ছাড়া পাচ্ছেন না।
প্রসঙ্গত, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় থেকে এখনও পর্যন্ত (সেপ্টেম্বর ২০২৫) তিনি জেলেই বন্দি। মামলায় নাম জড়িয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও। অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছিল।