কলকাতা: বিজেপি-শাসিত রাজ্যে আক্রান্ত হয়ে ফেরা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত শ্রমশ্রী প্রকল্প কার্যকর করতে আজ, বৃহস্পতিবার থেকেই মাঠে নামল শ্রম দফতর। শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, পোর্টাল চালু হতে এখনও কিছুটা সময় লাগলেও এর মধ্যেই অফলাইনে নথিভুক্তির কাজ শুরু হবে।
প্রাথমিকভাবে মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করতে শিবির করবে শ্রম দফতর। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদও এই কাজে যুক্ত হবে। রাজ্যসভার সাংসদ ও পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম দিল্লি থেকে ফিরলেই বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলে দফতর সূত্রে খবর।
মুখ্যমন্ত্রীর ঘোষণামতে, রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পের আওতায় মাসে পাঁচ হাজার টাকা ভাতা পাবেন। এর পাশাপাশি ভ্রমণ সহায়তা, স্কিল ট্রেনিং, জব কার্ড, লোন, খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ড, কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা, সন্তানদের স্কুলে ভর্তি এবং কন্যাশ্রী-শিক্ষাশ্রীর সুবিধাও দেওয়া হবে।
বর্তমানে কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২২ লক্ষ ৪০ হাজার। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি হিসাব অনুযায়ী, ইতিমধ্যেই প্রায় ১০ হাজার শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন। পোর্টাল চালু হলে তাঁদের নাম নথিভুক্ত করে আই-কার্ড দেওয়া হবে, যাতে রাজ্যের সব সরকারি সুবিধা তাঁরা সহজেই পেতে পারেন।