ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।
মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ, শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।