Home / খবর / রাজ্য / স্কুটি নিয়ে বেরিয়ে নিখোঁজ! আনন্দপুরে খাল থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ

স্কুটি নিয়ে বেরিয়ে নিখোঁজ! আনন্দপুরে খাল থেকে উদ্ধার তরুণ-তরুণীর দেহ

screenshot 20250819 165410~2

আনন্দপুরে চাঞ্চল্যকর ঘটনা! খাল থেকে উদ্ধার হল এক তরুণী ও তাঁর স্কুটি প্রশিক্ষকের দেহ। মৃত তরুণীর নাম রণিতা বৈদ্য (২৩) এবং প্রশিক্ষকের নাম রোহিত আগরওয়াল (১৯)। সোমবার স্কুটি চালানো শিখতে বেরিয়েছিলেন রণিতা। তার পর থেকেই দুজনেরই খোঁজ মিলছিল না।

মঙ্গলবার সকালে পুলিশ কুকুর নিয়ে খোঁজ শুরু করে আনন্দপুর এলাকায়। পরে ডুবুরি নামানো হলে প্রথমে রোহিতের এবং কিছু ক্ষণের মধ্যে রণিতার দেহ উদ্ধার হয়। রোহিতের পকেট থেকে পাওয়া চাবি রণিতার স্কুটির বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার রাতে নোনাডাঙা সেতুর কাছে স্কুটি থামিয়ে দুজনকে ঝগড়া করতে দেখা যায়। এরপর রণিতা দৌড়ে খালের দিকে গেলে রোহিতও পিছনে যান। কিছুক্ষণ পর খালে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা যায়। সেই বর্ণনাই ধরা পড়েছে স্থানীয় এক দোকানের সিসিটিভি ফুটেজেও।

পুলিশ জানিয়েছে, রোহিতের দেহ ময়নাতদন্তের জন্য এনআরএস হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *