Home / খবর / রাজ্য / রক্তাভ পূর্ণিমায় বিরল দৃশ্য, রবিবার রাতে দেখা গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

রক্তাভ পূর্ণিমায় বিরল দৃশ্য, রবিবার রাতে দেখা গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

রবিবার রাতের আকাশে বিরল দৃশ্য, দেখা গেল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রাত ৯টা বেজে ৫৭ মিনিটে পৃথিবীর ছায়া পড়তে শুরু করে চাঁদের উপর। ধীরে ধীরে আংশিক গ্রহণের পর রাত ১১টা বেজে ১ মিনিটে পুরোপুরি ছায়ায় ঢেকে যায় চাঁদ। শুরু হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সেই সময়ই রক্তাভ আকার নেয় পূর্ণিমার চাঁদ, যা চোখে ধরা দেয় কলকাতাসহ পূর্ব গোলার্ধের আকাশে।

রাত ১২টা বেজে ২২ মিনিট পর্যন্ত স্থায়ী হয় এই পূর্ণগ্রাস। আকাশের রক্তবর্ণ চাঁদ দেখতে দেশের নানা শহরে খোলা আকাশের নীচে জড়ো হয় মানুষ। ইংরেজিতে যাকে বলা হয় ‘ব্লাড মুন’, সেই বিরল দৃশ্য প্রত্যক্ষ করে উৎসবের আমেজে মেতে ওঠেন অনেকে।

এটি ছিল চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, পূর্ণিমার চাঁদে এমন গ্রহণ সচরাচর দেখা যায় না। বছরে দু’-তিনবারের বেশি ঘটে না এই মহাজাগতিক ঘটনা। পূর্ব গোলার্ধ থেকে দৃশ্যমান হওয়ায় প্রায় ৬০০ কোটি মানুষ এ বার প্রত্যক্ষ করলেন এই বিরল চন্দ্রগ্রহণ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *