Home / খবর / দেশ / ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক? অন্তবর্তী নির্দেশে অনীহা সুপ্রিম কোর্টের

ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক? অন্তবর্তী নির্দেশে অনীহা সুপ্রিম কোর্টের

screenshot 20250814 142714~2

বাংলাদেশি সন্দেহে দেশ জুড়ে ধরপাকড় বন্ধের আবেদন জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় অন্তবর্তী নির্দেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বৃহস্পতিবার জানায়, এমন নির্দেশ দিলে বৈধ নথি-সহ আসা বাংলাদেশিদেরও সমস্যায় পড়তে হবে। তবে মামলাটি খারিজ করা হয়নি, কেন্দ্র ও রাজ্যগুলিকে নিজেদের মত জানাতে বলা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসী চিহ্নিত ও আটক করার অভিযান চলছে। অভিযোগ, বাংলায় কথা বললেই বা বাংলা ভাষায় লেখা নথি থাকলেই বহু ভারতীয়কেও বাংলাদেশি সন্দেহে আটক করছে পুলিশ।

পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দায়ের হওয়া মামলায় আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, প্রকৃত পরিচয় যাচাইয়ের আগেই অনেককে আটক করে হেনস্থা ও নির্যাতন করা হচ্ছে।

তবে শীর্ষ আদালত মত দিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে আইন অনুযায়ী নির্বাসন দেওয়া প্রয়োজন, আর রাজ্যগুলির অধিকার রয়েছে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিচয় যাচাই করার।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *