Home / খবর / দেশ / লাদাখে রাজ্যের দাবিতে বিক্ষোভ, চার জনের মৃত্যু, আহত ৬০

লাদাখে রাজ্যের দাবিতে বিক্ষোভ, চার জনের মৃত্যু, আহত ৬০

লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা তুলে দিয়ে রাজ্যের দাবিকে কেন্দ্র করে বিক্ষোভ রণক্ষেত্রের রূপ নিল। বুধবারের ঘটনায় অন্তত ৪ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লেহ–তে কারফিউ জারি করেছে প্রশাসন। পাঁচজনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন লাগায় ও একটি গাড়ি পুড়িয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ।

লেহ এপেক্স বডির যুব শাখার ডাকে এই আন্দোলন চলছে। দাবি—লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। এপেক্স বডির চেয়ারম্যান থুপস্তান ত্সোয়াং বলেন, “আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আজকের হিংসার ঘটনায় কয়েকজন যুবক প্রাণ হারিয়েছেন। তাদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না।”

২০১৯ সালের ৫ আগস্ট ৩৭০ ধারা বিলোপের পর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হয়। শুরুতে অনেকেই খুশি হলেও এখন রাজ্যের দাবি জোরদার হচ্ছে। জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকও আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি ১৫ দিনের অনশন শেষ করে যুবকদের শান্ত থাকার আহ্বান জানান। তাঁর কথায়, “পাঁচ বছর ধরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালাচ্ছি। আজকের হিংসার ঘটনা সেই লড়াইকে আঘাত করেছে। আমি যুবকদের আবেগ বুঝি, কিন্তু এই পথ সমর্থন করি না।”

প্রশাসনের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৬ অক্টোবর কেন্দ্র ও লাদাখের প্রতিনিধিদের বৈঠক হবে। তবে আন্দোলনকারীরা চাইছেন বৈঠক আরও আগে হোক।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *