কোলফিল্ড টাইমস: বরানগরের ২-এর পল্লি যুবক দল আয়োজিত ৭৫তম বর্ষের শ্যামাপূজায় এক অনন্য উদ্যোগে সামিল হল শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট। সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচি উৎসর্গ করা হয়েছিল প্রয়াত ফুলরানী সাহার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত, অভিনেত্রী তথা বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ আরও বহু বিশিষ্ট অতিথি। তাঁদের উপস্থিতিতে কর্মসূচি আরও উজ্জ্বল হয়ে ওঠে।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় প্রায় দু’হাজার মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পর, শীতের শুরুতে এবার লক্ষ্য এক হাজার মানুষের কাছে কম্বল ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া।










