Press "Enter" to skip to content

সঞ্জয় দত্ত প্রার্থী হচ্ছেন লোকসভায়? কোন দলে, কোন আসনে ভাসছে তাঁর নাম

অনলাইন কোলফিল্ড টাইমস: হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লালের বিরুদ্ধে কর্নালে প্রার্থী করার জন্য কোনো শক্তিশালী মুখ খুঁজে পাচ্ছে না বিরোধীরা। সূত্রের খবর, কর্নালে মনোহর লালের বিরুদ্ধে চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্তকে মাঠে নামানোর কথা ভাবছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

অভিনেতা সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের মন্ত্রী ছিলেন এবং বোন প্রিয়া দত্ত সাংসদ ছিলেন। সুনীল দত্ত এবং সঞ্জয় দত্তের পৈতৃক বাড়ি যমুনানগর জেলার মান্দাউলি গ্রামে, যেখানে তাঁরা এখনও স্বপরিবারে বেড়াতে আসেন। ১৯২৯ সালে ঝিলম পশ্চিম পঞ্জাব (পাকিস্তান)-এ জন্মগ্রহণ করেন সুনীল দত্ত। দেশভাগের পর তাঁর পরিবার যমুনানগরের মান্দাউলি গ্রামে বসতি স্থাপন করে।

সুনীল দত্তের ছেলে চলচ্চিত্র তারকা সঞ্জয় দত্তকে এ বার লোকসভা ভোটের টিকিট দিতে চান কংগ্রেসের কিছু বড় নেতা। এক্ষেত্রে অনেকেই তাঁর জন্য কর্নাল লোকসভা আসনটিকে উপযুক্ত মনে করেন। সঞ্জয় দত্ত হরিয়ানার বিভিন্ন জেলার সঙ্গে পরিচিত। জানা গিয়েছে, কংগ্রেস ইতিমধ্যেই গুরুগ্রাম লোকসভা আসনের জন্য চলচ্চিত্র অভিনেতা রাজ বব্বরের নাম নিয়ে আলোচনা করছে।

রাজনৈতিক মহলের মতে, আইএনএলডির প্রধান সাধারণ সম্পাদক অভয় সিং চৌতালার সঙ্গে সঞ্জয় দত্তের পারিবারিক বন্ধুত্ব রয়েছে। অভয় চৌতালার নির্বাচনী প্রচারে ইতিমধ্যেই বেশ কয়েকবার হরিয়ানায় এসেছেন সঞ্জয় দত্ত। অভয় চৌতালা নিজে লড়ছেন কুরুক্ষেত্র লোকসভা আসন থেকে। অভয় চৌতালার কারণে, সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর দাদা অজয় ​​চৌতালা এবং ভাগ্নে দুষ্যন্ত চৌতালা এবং দিগ্বিজয় চৌতালার সঙ্গেও পারিবারিক সম্পর্ক রয়েছে। এঁরা প্রত্যেকেই রাজনৈতিক দিক থেকে জেজেপির সঙ্গে যুক্ত।

যেহেতু কংগ্রেস এখনও লোকসভা প্রার্থী ঘোষণা করতে পারেনি, জেজেপি এবং আইএনএলডিও নিজেদের প্রার্থী ঘোষণা থেকে বিরত রয়েছে। কংগ্রেস যদি কর্নাল লোকসভা আসন থেকে সঞ্জয় দত্তকে প্রার্থী করে, তা হলে আইএনএলডি এবং জেজেপিও তাঁকে সমর্থন জানিয়ে অন্য কোনো প্রার্থী দেবে না বলেই জানা যাচ্ছে।

More from দেশMore posts in দেশ »
More from বিনোদনMore posts in বিনোদন »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *