কোলফিল্ড টাইমস: বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়নাথ সাউ (টিঙ্কু)-কে অনির্দিষ্টকালীন জন্য দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। এক তরুণীর অভিযোগ, প্রিয়নাথ তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি এড়িয়ে গেছেন — সেই অভিযোগে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ।
অভিযোগকারিনী অভিযোগে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির কথাও উল্লেখ করেছেন। সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ভোটার তালিকায় নাম করাতে গিয়ে তাঁদের পরিচয় হয়, ভোটার কার্ডের কাজে সাহায্যের নাম করে অভিযুক্ত তরুণীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে প্রলোভন দেখায়। অভিযোগ, পরে অভিযুক্ত বিবাহ করতে অস্বীকার করেন—তার পরই অভিযোগকারিণী পুলিশে যান।
ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি মূল নেতৃত্বের কাছে জানান। কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, প্রিয়নাথ সাউকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তিনি যে পুরসভার সহ-সভাপতির পদে ছিলেন, তা থেকেও অপসারণ করা হয়েছে। তবে কাউন্সিলার পদে তিনি রয়েছেন বলে জানান জেলা নেতৃত্ব।
প্রিয়নাথ সাউ নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগগুলোকে “সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে আখ্যা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মামলার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় অনুসন্ধান ও দলিলপত্র যাচাই করা হচ্ছে।
স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনার তীব্র নিন্দা করেছে। বীরভূম সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা বলেন, বিষয়টি ভয়ঙ্কর এবং জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা উচিত, অভিযোগ অনুযায়ী রাজ্যে নারী-নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।










