Home / বিনোদন / বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ

বলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ

কোলফিল্ড টাইমস: বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর বন্ধু ও সহ-অভিনেতা জনি লিভার। দীর্ঘ চল্লিশ বছরের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ তিনি।

পরিচালক অশোক পণ্ডিত জানিয়েছেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ দিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনাদায়ক খবর।’’ জানা গিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।

দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ শাহ। কয়েক সপ্তাহ আগে তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। তবে সব লড়াই থেমে যায় ২৫ অক্টোবর দুপুরে। শনিবার দুপুর আড়াইটে নাগাদ হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’-খ্যাত এই অভিনেতা। আপাতত তাঁর দেহ রাখা হয়েছে হাসপাতালে। রবিবার হবে অন্ত্যেষ্টিক্রিয়া।

চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র ও টেলিভিশনের জগতে সক্রিয় ছিলেন সতীশ শাহ। ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সূরজ বরজাতিয়া, রাকেশ রোশন, ফারহা খান— প্রায় সব তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। সলমন খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’ থেকে শুরু করে ‘কহো না পেয়ার হ্যায়’ ও ‘ম্যায় হুঁ না’— প্রতিটি ছবিতেই নিজের অনবদ্য অভিনয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এই প্রজন্মের প্রিয় অভিনেতা সতীশ শাহ।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *