কোলফিল্ড টাইমস: মঙ্গলবার ভোররাতে ভয়ংকর অগ্নিকাণ্ড উত্তর ২৪ পরগনার খড়দহে। ভোর সাড়ে চারটে নাগাদ ইশ্বরীপুর এলাকার একটি রংয়ের কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিক জুড়ে। রাসায়নিক মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে কারখানাটি। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আগুন ছড়িয়ে যায় পাশের গেঞ্জির কারখানাতেও। এলাকায় ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২০টি ইঞ্জিন। তীব্র তাপের কারণে আগুনের উৎসস্থলে পৌঁছনো দুষ্কর হয়ে পড়ে দমকল কর্মীদের জন্য। পাঁচিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চলছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভিতরে কোনও শ্রমিক আটকে রয়েছেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গিয়েছে।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, “পাশের গেঞ্জি কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে রংয়ের কারখানার ভিতরে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক থাকায় আগুন ছড়াচ্ছে দ্রুত। পরিস্থিতি সামাল দিতে সময় লাগবে।”
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বারাকপুরের পুলিশ কমিশনার। এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অগ্নিকাণ্ডে আতঙ্কে রাত জেগে কাটছে স্থানীয় ইশ্বরীপুর গ্রামের বাসিন্দাদের। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।










