রংবেরঙের মোমবাতির ডালি! উত্তর কলকাতার একটি ওয়ার্কশপে। ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার সময় আকাশ থাকবে একেবারে পরিষ্কার, রোদ ঝলমলে। সকালে সামান্য কুয়াশা দেখা দিতে পারে—অর্থাৎ শীত ইতিমধ্যেই দোরগোড়ায় কড়া নাড়ছে। তবে হাড়কাঁপানো ঠান্ডা নামতে এখনও কিছুটা সময় লাগবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পার্বত্য ও উপকূল সংলগ্ন জেলায় ভোরে কুয়াশা থাকার সম্ভাবনা থাকলেও দিনের বেশিরভাগ সময় আকাশ থাকবে পরিষ্কার।
দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার মিলিত প্রভাবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। জলীয় বাষ্পের প্রভাবে আজ ও কাল মেঘলা আকাশ দেখা যেতে পারে দুই দিনেই।
এদিকে দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে কর্নাটক ও কেরলের উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও আগামী ২৪ অক্টোবর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা আগামী মঙ্গলবার উত্তর-পশ্চিম ভারতে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।










