কোলফিল্ড টাইমস: সারদা মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বড় স্বস্তি পেলেন রাজ্যের পুলিশপ্রধান। তাঁর আগাম জামিন বহাল থাকছে বলেই জানাল শীর্ষ আদালত। তবে আদালত অবমাননার মামলা এখনও বহাল রয়েছে। সেই মামলার পরবর্তী রায়েই নির্ভর করবে রাজীব কুমারের জামিনের ভবিষ্যৎ। আট সপ্তাহ পর ফের শুনানি হবে এই মামলার।
ছ’বছর আগে সারদা চিটফান্ড কাণ্ডে রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। সিবিআই সেই জামিন খারিজের আবেদন জানায়। শুক্রবার প্রধান বিচারপতি বিআর গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই আবেদন নাকচ করে দেয়।
উল্লেখযোগ্যভাবে, গত সোমবারই সিবিআইয়ের ছ’বছরের পুরনো মামলাটি খারিজ করতে উদ্যোগী হয়েছিল শীর্ষ আদালত। কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ করেন, সিবিআই তদন্তে বাধা দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা চলছে, সেটির সঙ্গে মিলিয়ে শুনানি করা হোক।
শুক্রবার শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, “এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সিবিআইয়ের অফিসারদের হেনস্থা করা হয়েছিল, মহিলা অফিসারদেরও রেহাই দেওয়া হয়নি। আমি কারও নাম নিচ্ছি না, তবে মিস্টার রাজীবকে সকলেই বাঁচাতে চাইছে। মুখ্যমন্ত্রী কী করেছিলেন, সবাই জানে।”
তবে আপাতত আদালতের রায়ে স্বস্তি রাজীব কুমার ও রাজ্য প্রশাসনের কাছে। আদালত অবমাননার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজীবের আগাম জামিন বলবৎ থাকবে।










