কোলফিল্ড টাইমস: ফের রহস্যজনক মৃত্যু আইআইটি খড়্গপুরে। বিআর আম্বেদকর হলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া হর্ষকুমার পাণ্ডের দেহ। ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন তিনি। চলতি বছরে এই নিয়ে আইআইটি খড়্গপুরে মোট ৬ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল।
তথ্য অনুযায়ী, এই ৬ জনের মধ্যে ৫ জনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। শুধু জুলাইয়ে চন্দ্রদীপ পাওয়ার নামে এক পড়ুয়ার মৃত্যু হয়েছিল গলায় ওষুধ আটকে। এ বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে মৃত্যু হয়েছে শোয়ান মালিক, মহম্মদ আসিফ কামার, অনিকেত ওয়ালকর, রিতম মণ্ডল ও চন্দ্রদীপ পাওয়ারের। এখন তালিকায় যোগ হলেন হর্ষকুমার পাণ্ডে।
একাধিক পড়ুয়ার পরপর অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে— কেন এই আত্মহত্যার প্রবণতা? মানসিক চাপ, প্রত্যাশা পূরণের ব্যর্থতার ভয় নাকি অন্য কোনও অজানা কারণ, যা তাঁদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে?