কোলফিল্ড টাইমস: ২০২৫-২৬ অর্থবর্ষের আয়কর রিটার্ন (আইটিআর) জমা দেওয়ার শেষ তারিখ আরও এক দিন বাড়াল কেন্দ্রীয় আয়কর দপ্তর। সোমবার রাতে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আইটিআর জমা দেওয়া যাবে।
আয়কর দপ্তরের কমিশনার বি রাজিথা এক বিজ্ঞপ্তি দিয়ে জানান, ই-ফাইলিং পোর্টালে ভিড়ের কারণে অনেক করদাতা রিটার্ন জমা দিতে পারেননি। বিশেষত, শনিবার ও রবিবার সাইটে প্রবল চাপের কারণে বহু মানুষ সমস্যায় পড়েন। তাঁদের সুবিধার জন্যই সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, এ বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রাথমিক শেষ তারিখ ছিল ৩১ জুলাই। পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়। তবে শেষ মুহূর্তে সময়সীমা আরও এক দিন বাড়ানো হল।
উল্লেখ্য, রবিবার থেকে সামাজিক মাধ্যমে একটি ভুয়ো নোটিশ ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়েছিল যে, রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আয়কর দপ্তর সেটি খারিজ করে দেয়। পরে সোমবার গভীর রাতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, সময়সীমা শুধু এক দিন বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।