দক্ষিণ কলকাতার হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেফতার হল অন্যতম অভিযুক্ত। বর্ধমান স্টেশন থেকে ধরা পড়েছে চন্দন মালিক নামে ওই যুবককে। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। অপর অভিযুক্ত দীপ এখনও পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুর থানার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় চন্দনের। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড়পুজো কমিটির কর্তা বলে পরিচয় দিয়েছিল সে। সেই সূত্রে দীপ নামের আর এক যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেয় তরুণীকে। অভিযোগ, পুজো কমিটির সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতিতে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তরুণী।
চলতি মাসের ৫ তারিখ জন্মদিন উপলক্ষে চন্দন ও দীপ তরুণীকে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে ডেকে নেয়। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতনের পর বাড়ি ফিরে এসে থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
ঘটনার পর থেকেই ফেরার ছিল দুই অভিযুক্ত। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে বর্ধমান স্টেশনে হানা দিয়ে পুলিশ চন্দনকে গ্রেফতার করে। তদন্তকারীদের অনুমান, ট্রেন ধরে ভিনরাজ্যে পালানোর পরিকল্পনা করেছিল সে। চন্দনকে জেরা করে পলাতক দীপের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।