দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের কাছে আজকের দিনটি হয়ে রইল ঐতিহাসিক। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মিলল একেবারে নতুন আদালত ভবন। শুধু নতুন নয়, এ রাজ্যের প্রথম মডেল আদালত পেল দুর্গাপুর।
শুক্রবার এই অত্যাধুনিক আদালত ভবনের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথ, মহকুমা আদালতের বিচারক, জেলা শাসক, পুলিশ কর্তারা এবং অসংখ্য আইনজীবী। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রায় ৪০ কোটি টাকা খরচে গড়ে উঠেছে এই ভবন।
নতুন ভবনের নকশা ও পরিকাঠামো তৈরি হয়েছে আধুনিক প্রয়োজন মাথায় রেখে। থাকছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা। স্থান সংকুলানের সমস্যা মিটবে, পাশাপাশি আইনজীবী ও বিচারপ্রার্থীরা আরও স্বচ্ছন্দ পরিবেশে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আইনজীবীরা।
আদালত ভবনের আধুনিকীকরণের ফলে মামলার দ্রুত নিষ্পত্তি ও পরিষেবা প্রদানে গতি আসবে বলেও আশাবাদী প্রশাসন। সব মিলিয়ে দুর্গাপুরের আইনজীবীদের কাছে আজকের দিনটি হয়ে রইল এক ঐতিহাসিক মাইলফলক।