অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন। কুণালের সাম্প্রতিক মন্তব্য ঘিরেই মামলা দায়ের হয়েছে। এর আগে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন, তবে তার জবাবে সন্তুষ্ট না হয়ে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন তিনি।
মিঠুনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কুণাল উদ্দেশ্যমূলকভাবে তাঁর ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিকর মন্তব্য করেছেন। কুণাল নাকি দাবি করেছিলেন, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত এবং নিজেকে বাঁচাতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, মিঠুনের ছেলে ধর্ষণ মামলায় জড়িত ও তাঁর স্ত্রী আর্থিক লেনদেনে যুক্ত— এমন অভিযোগও করেছেন কুণাল। মিঠুনের বক্তব্য, এসব মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, যার ফলে তাঁর সম্মানহানি হয়েছে এবং পেশাগত ক্ষেত্রেও ক্ষতির মুখে পড়েছেন। আদালতের কাছে তাঁর দাবি, ক্ষতিপূরণস্বরূপ ১০০ কোটি টাকা দেওয়া হোক এবং ভবিষ্যতে কুণালকে এমন মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক।
জানা গিয়েছে, মামলার জন্য মিঠুন ৫০ হাজার টাকা কোর্ট ফি জমা দিয়েছেন, যা সর্বোচ্চ ধরা হয়। আগামী সপ্তাহে মামলাটি আদালতে উঠতে পারে।
অন্যদিকে কুণাল ঘোষ বলেন, ‘‘যাঁর মান আছে, তিনি কি এতবার দলবদল করেন? তদন্তের ভয়ে কেউ দলবদল করে। কোর্টে দেখা হবে।’’ কুণালের দাবি, তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর কথায়, ‘‘চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওঁর কী সংযোগ ছিল, তা কোর্টে বলব। চাই সিবিআই তদন্ত হোক।’’