Home / খবর / খেলা / ডুরান্ড ফাইনালে ভরাডুবি, নর্থইস্টের কাছে ৬-১ গোলে হার ডায়মন্ড হারবার এফসি’র

ডুরান্ড ফাইনালে ভরাডুবি, নর্থইস্টের কাছে ৬-১ গোলে হার ডায়মন্ড হারবার এফসি’র

screenshot 20250823 192917~2

ডুরান্ড কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হল ডায়মন্ড হারবার এফসি’র। যুবভারতীতে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ৬-১ গোলে হারতে হল বাংলার দলটিকে। ম্যাচে শুরুর দিকে দারুণ খেললেও শক্তিশালী নর্থইস্টকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি কিবু ভিকুনার ছেলেরা।

প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। ৩০ মিনিটে আশির আখতারের গোলে লিড নেয় তারা। বিরতির ঠিক আগে পার্থিব গোগোই ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে ফের একতরফা খেলায় ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নেয় ‘হাইল্যান্ডার্স’। গোল করেন থই সিং, জাইরো বুস্তারা, আন্দ্রে রদ্রিগেজ ও আলাদিন।

ডায়মন্ড হারবারের একমাত্র গোল আসে ৬৮ মিনিটে। কর্নার থেকে জবির হেড লুকার গায়ে লেগে জালে ঢোকে। তবে তাতেও ম্যাচে ফেরার রাস্তা খুঁজে পায়নি দল। অতিরিক্ত সময়ে আলাদিনের পেনাল্টি গোলে বড় জয় নিশ্চিত করে নর্থইস্ট।

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ নিজেদের দখলে রাখল নর্থইস্ট ইউনাইটেড।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *