Home / খবর / খেলা / আসানসোল রাইফেল ক্লাবে ৫৭তম স্টেট শুটিং চ্যাম্পিয়ানশিপ ২০২৫, শুরু হচ্ছে ২৪ আগস্ট

আসানসোল রাইফেল ক্লাবে ৫৭তম স্টেট শুটিং চ্যাম্পিয়ানশিপ ২০২৫, শুরু হচ্ছে ২৪ আগস্ট

screenshot 20250822 175145~2

আসানসোল রাইফেল ক্লাবে আগামী ২৪ আগস্ট থেকে শুরু হতে চলেছে ৫৭ তম ওয়েষ্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়ানশিপ ( রাইফেল ও পিস্তল) ২০২৫। এই চ্যাম্পিয়ানশিপ চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ঢল শুক্রবার আসানসোল রাইফেল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ৫৭ তম পশ্চিমবঙ্গ রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ২৪ আগস্ট থেকে আসানসোল রাইফেল ক্লাবে শুরু হবে। এতে রাজ্যের বিভিন্ন শ্যুটাররা বিভিন্ন রাইফেল এবং পিস্তল শুটিং ইভেন্টে অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতায় ১ হাজারের মতো শ্যুটার রাইফেল এবং পিস্তলের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন।

ভি কে ঢল আরো বলেন, ২৩ এবং ২৪ আগস্ট প্র্যাকটিস বা অনুশীলনের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ২৫ আগষ্ট প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
আগে ঠিক ছিল, প্রতিযোগিতার উদ্বোধন দুপুর ১ টার সময় হবে। কিন্তু একটি বিশেষ কারণে মন্ত্রী মলয় ঘটক সকাল ১০টার সময় এর উদ্বোধন করবেন । তিনি আরো জানান, প্রতিযোগিতার প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ আগস্ট বিকেল ৫:০০ টায় অনুষ্ঠিত হবে। কারণ প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীকে একসাথে পুরস্কৃত করার ক্ষেত্রে অনেক সময় লাগবে। তাই এটি পর্যায়ক্রমে করা হবে। ৩১ আগষ্ট বিকেলে সমাপ্তি অনুষ্ঠান হবে।

ভি কে ঢল বলেন, আসানসোল রাইফেল ক্লাবে একটি নতুন ৫০ মিটার রেঞ্জ তৈরি করা হয়েছে। যেখানে শ্যুটারদের জন্য উচ্চমানের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। যা তাদের পারফরম্যান্সকে আরও উন্নত করবে। তিনি বলেন, আসানসোল রাইফেল ক্লাবে প্রতি বছর নতুন কিছু করা হয়। যে কারণে আসানসোল রাইফেল ক্লাব আজ আসানসোলের অন্যতম ল্যান্ডমার্কের মধ্যে একটি হয়ে উঠেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে আসানসোল রাইফেল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *