রূপনারায়ণপুর: আসানসোলের রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে বুধবার মেগা থ্যালাসেমিয়া সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল।
রূপনারায়ণপুর ও চিত্তরঞ্জনের সবমিলিয়ে মোট ১৪ লায়ন্স ক্লাবের উদ্যোগে ডিজি, পিডিজি, আরসি, জেডসি, সিএবি.এসইসি ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে এই শিবিরের উদ্বোধন করা হয়। শিবিরে একটি বিশেষ রক্ত সংগ্রহ কেন্দ্র করা হয়েছিল। যেখানে ৫৭ জন রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে থ্যালাসেমিয়া নিয়ে স্কুল ও কলেজের পড়ুয়াদের সচেতন করার ক্ষেত্রে কী কী করা উচিত তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য। লায়ন্স ক্লাব শুধু পশ্চিম বর্ধমানের নয় অন্য জেলার ডিস্ট্রিক্ট গভর্নরদেরকে এই বিষয়টি জানানো হয়েছে । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থ্যালাসেমিয়া বিশেষজ্ঞ লায়ন্স তপন মাহাতা।
দ্বিতীয় আরো একটি শিবিরটি চিত্তরঞ্জন ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয়। প্রথম দিকে, এই শিবিরে সাড়া পাওয়া যায় নি। পরে সবমিলিয়ে মোট ১৩৬টি নমুনা সংগ্রহ করা হয়। তৃতীয় এবং চতুর্থ শিবিরটি পঞ্চমপল্লী স্কুল এবং বিবেকানন্দ স্কুলে আয়োজন করা হয়েছিলো। যেখানে যথাক্রমে ২৯ এবং ৩০টি নমুনা সংগ্রহ করা হয়।
সবশেষে, আছড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি শিবির শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে করা হয়েছিল। কিন্তু তপন মাহাতার অনুপ্রেরণামূলক সচেতনতামূলক বক্তৃতার পরে, পড়ুয়ারা অনুপ্রাণিত হয়। যার ফলে ৮৭টি স্পট সনাক্তকরণ সম্ভব হয়।
উদ্যোক্তাদের তরফে বলা হয়েছে, এইসব শিবির থেকে সবমিলিয়ে ৩৩৯টি রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।