Home / খবর / রাজ্য / দুর্গাপুরে আবাসনে ভয়াবহ আগুন, ভস্মীভূত আসবাবপত্র

দুর্গাপুরে আবাসনে ভয়াবহ আগুন, ভস্মীভূত আসবাবপত্র

screenshot 20250810 205455~2

দুর্গাপুর: আগুন লাগার ঘটনা দুর্গাপুরে। ডিপিএল টাউনশিপের একটি আবাসনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের গ্রাসে তিনতলার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। জানা গেছে, শনিবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই সময় আবাসনে কেউ ছিলেন না।

দমকলের চারটি ইঞ্জিন খবর পেয়ে সময় মতো ঘটনাস্থলে এসে পৌঁছানোর জন্য আগুন আবাসনে ছড়িয়ে পড়তে পারেনি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আবাসনের তিনতলার ঘরে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছেন শট সার্কিট থেকে, আবার কেউ বলছেন গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।

ডিপিএল টাউনশিপ আবাসনের এক তলার বাসিন্দা মৌসুমি চট্টোপাধ্যায় বলেন, “আমি মেয়েকে কোচিং থেকে আনতে গেছিলাম। পাড়ার লোকে ফোন করে বলল বাড়িতে আগুন লেগে গিয়েছে। এসে দেখি তিনতলা দাউদাউ করে জ্বলছে। আগুন দেখতে পেয়ে দমকলে ফোন করি। তিনতলা সব শেষ হয়ে গেছে”।

আতঙ্ক মৌসুমীদেবীর চোখেমুখে । তিনি বলেন, কোনও মতে আমার পোষ্যগুলোকে বাইরে বার করে আনি ও আর গ্যাস সিলিন্ডারটা অফ করেছি। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন আশপাশের বাসিন্দারাও। ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়ায় এলাকায়।

জানা গেছে, এই আবাসনগুলি ডিপিএল কারখানার কর্মীদের। তিনতলা আবাসনে প্রতিটা ফ্লোরে একটি করে পরিবার থাকে।

ঠিক কি কারণে এই আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। তাদের প্রাথমিক অনুমান, শট সার্কিটের কারণে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। এই অগ্নিকাণ্ডে প্রাণহানি না হলেও, সম্পত্তি ও আসবাবপত্র পুড়ে গেছে। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানা গেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *