Home / খবর / বিশ্ব / পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে নিহত ১১ সেনা, খতম ১৯ জঙ্গি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে নিহত ১১ সেনা, খতম ১৯ জঙ্গি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি দমনে পরিচালিত সামরিক অভিযানে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বুধবার বিকেলে পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন।

অভিযানে অন্তত ১৯ জন জঙ্গিকে খতম করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এই সংঘর্ষটি ঘটে ওরাকজাই জেলায়, যা আফগানিস্তানের সীমানার কাছে অবস্থিত। সেনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত চরমপন্থী সংগঠনের জঙ্গিদের উপস্থিতির গোপন সূত্রে অভিযান চালানো হয়। পাকিস্তান সরকার এই নামটি ব্যবহার করে স্থানীয় জঙ্গি সংগঠনগুলির জন্য, যার মধ্যে অন্যতম তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

সেনাবাহিনীর দাবি, এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে, যাদের খুঁজে বের করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলছে।

গত মাসেই খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় টিটিপির একটি ঘাঁটিতে বহু-সংস্থার অভিযানে ১৭ জন জঙ্গি নিহত হয়েছিল। সেই সংঘর্ষে তিনজন পুলিশকর্মী আহত হন। তার আগে ডেরা ইসমাইল খান জেলায় গুপ্তচর তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে আরও ১৩ জন জঙ্গিকে হত্যা করা হয়।

গত কয়েক বছরে পাকিস্তানে জঙ্গি হামলা এবং চরমপন্থী সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর বেশিরভাগ হামলার দায় নিচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই টিটিপির কার্যকলাপ আরও সক্রিয় হয়েছে। ধারণা করা হচ্ছে, সংগঠনের বহু নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে।

গত মাসে খাইবার পাখতুনখোয়ার তিরাহ উপত্যকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে পাক সরকার বোমা হামলা চালায়, যা ওই অঞ্চলে সংঘর্ষের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *