উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার তুল্লন এলাকায় রাস্তায় গলাকাটা অবস্থায় এক রূপান্তরকামী ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সোনালী, তিনি মন্দিরবাজার থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তুল্লন এলাকার কংক্রিটের রাস্তার পাশে পথচারীরা গলাকাটা অবস্থায় সোনালীর দেহ দেখতে পান। মুহূর্তে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়দের দাবি, সোনালী প্রায়ই ওই এলাকায় আসতেন। তবে মঙ্গলবার রাতের পর থেকে তাঁকে আর দেখা যায়নি। পরের দিন সকালে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হওয়ায় রহস্য দানা বেঁধেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে এই হত্যাকাণ্ড, নেপথ্যে কে বা কারা—তা জানতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ এবং মৃতার পরিচিত মহলের গতিবিধি।










