আসানসোল: দুর্গাপুজো, দীপাবলি ও ছট উৎসবের যাত্রার ভিড় সামলাতে হাওড়া ও পটনার মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। যাত্রীদের চাহিদা মেটাতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ০২০২৩/০২০২৪ হাওড়া–পটনা–হাওড়া বিশেষ ট্রেন চলবে নির্ধারিত সময়সূচি ও স্টপেজ অনুযায়ী। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে, পাশাপাশি উৎসবের মরসুমে যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে।
তালিকা অনুযায়ী, ০২০২৪ পটনা–হাওড়া বিশেষ ট্রেন আগামী ২১ সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার পটনা থেকে ছাড়বে (মোট ৯টি ট্রিপ)। একইভাবে, ০২০২৩ হাওড়া–পটনা বিশেষ ট্রেন একই সময়সীমায় প্রতি রবিবার হাওড়া থেকে ছাড়বে (মোট ৯টি ট্রিপ)।
রেলের দাবি, এই উদ্যোগ শুধু ভ্রমণকে স্বাচ্ছন্দ্যময় করবে না, পাশাপাশি পর্যটনকে উৎসাহিত করবে এবং উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তুলবে।