কুলটি: এক আজব চিত্র দেখা গেল আজ অর্থাৎ শুক্রবার সকালে পিএইচই বিভাগের অভিযান। কল্যাণেশ্বরী এলাকার বেশ কয়েকটি হোটেলের অবৈধ ভাবে নেওয়া পানীয় লাইন সংযোগ কাটলো পিএইচই বিভাগ।কিন্তু আজব এক চিত্র ধরা পড়লো মাইথন থেকে পিএইচই বিভাগে আগত মেন “র ওয়াটারের” মানে ৩০ইঞ্চি পাইপ ফুটো করে অবৈধ সংযোগ।
আজ তারা প্রথমে “বর্ষা হোটেল” তারপর তার পাশে একটি বাগান এবং তার পাশে একটি ফাঁকা জায়গায় প্রায় ৮টির বেশি অবৈধ পাইপ লাইট কেটে ফেলে। কিন্তু পিএইচই বিভাগ থেকে আগত এক আধিকারিকে প্রশ্ন করলে তিনি মুখ লুকান মনে হচ্ছে যেন তিনি অবৈধভাবে জলের সংযোগ গুলি কাটছেন।
তিনি মৃদু সূরে একটাই জবাব দেন সরকারি নির্দেশে এই অভিযান। তবে হোটেল এসোসিয়েশনের সভাপতি মনোজ তেওয়ারী জানান, অবৈধভাবে যারাই জলের সংযোগ নিয়েছে সেটা ভুল,কিন্তু জলের অসুবিধা প্রচুর তাই পিএইচই দপ্তর যদি এই হোটেলগুলিতে বৈধ ভাবে সংযোগ দেয় তবে সমস্ত হোটেল ব্যাবসায়ীরা উপকৃত হবে।