চিত্তরঞ্জন : লেখাপড়ার সঙ্গেই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল স্বাক্ষর রাখছেন চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয়ের পড়ুয়ারা।
এই কলেজের পড়ুয়া চিদাগ্নি পান্ডে ইতিমধ্যেই মিস বেঙ্গল প্রতিযোগিতার শিরোপা জয় করেছেন। এবার সেই চিদাগ্নির হাত ধরেই এল আরও একটি সম্মান। রেড এফএম আয়োজিত “ইউ স্টার ফ্যাশন র্যাম্প ওয়াক” প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন চিদাগ্নি।
এছাড়াও নৃত্য বিভাগে দ্বিতীয় সেরা হয়েছেন এই কলেজের পড়ুয়া দেবস্মিতা দাশগুপ্ত।
উল্লেখ্য, রেড এফএমের পরিচালনায় “টসনবাজ ২০২৫” আয়োজিত হয় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে। ১২ সেপ্টেম্বর এই প্রতিযোগিতায় জেলার দশটি কলেজের ৬০ জন নির্বাচিত প্রতিযোগী যোগ দিয়েছিলেন। দেশবন্ধু মহাবিদ্যালয় থেকে নৃত্য বিভাগে প্রতিযোগিতা করেন দেবস্মিতা, অভিনন্দন, অদিতি, সনু, শুভঙ্কর ও শেখর এবং সঙ্গীত বিভাগে শুভম। এছাড়াও ইউ স্টার বিভাগে মোট ২০ জন প্রতিযোগীর মধ্যে দেশবন্ধু মহাবিদ্যালয়ের পক্ষে যোগ দিয়েছিলেন চিদাগ্নি এবং অমিতাভ বিশ্বাস।
এইসব প্রতিযোগীদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা নয়না ম্যাডাম।