চিত্তরঞ্জন : খ্যাতনামা চিকিৎসক জয়দীপ মিত্রের উদ্যোগে আজ রূপনারায়ণপুরে লিভার পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।
সম্পূর্ণ বিনা ব্যয়ের এই শিবিরটি আয়োজিত হয় ডাক্তার মিত্রের রূপনারায়ণপুর চেম্বার সংলগ্ন স্থানে। প্রায় ৩০ জন ব্যক্তি তাদের লিভারের স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ নেন এই শিবিরে উপস্থিত হয়ে।
এ প্রসঙ্গে ডা. জয়দীপ মিত্র বলেন, একটি প্রতিষ্ঠিত ফার্মা কোম্পানির সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হল। প্রত্যেকেরই উচিত মাঝেমধ্যে লিভারের অবস্থা কেমন আছে সেই বিষয়ে ওয়াকিবহাল হওয়া। এই লক্ষ্যেই তিনি এই শিবির আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। সংশ্লিষ্ট ফার্মা কোম্পানিকে তিনি এই সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিন সংশ্লিষ্ট ফার্মা কোম্পানির পক্ষ থেকে বলা হয় যে, বাইরে হায়দরাবাদ এবং নির্দিষ্ট কিছু জায়গায় ব্যয়বহুল এই পরীক্ষা করানোর সুযোগ আছে। কিন্তু ডাক্তার মিত্রের সহযোগিতায় তারা সেই পরীক্ষা রূপনারায়ণপুরে বিনা ব্যয়ে করলেন। এদিন ডাক্তার মিত্র প্রত্যেকের রিপোর্ট দেখে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরামর্শও দেন। এর ফলে এদিন বহু মানুষ উপকৃত হলেন।