Home / খবর / জেলায় জেলায় / শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কোলফিল্ড টাইমস: উত্তরবঙ্গ সফরে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দার্জিলিঙের মহাকাল মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, শিলিগুড়িতে তৈরি হবে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির। পাশাপাশি সেখানে একটি আধুনিক কনভেনশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও করেছেন তিনি।

মন্দিরে সূর্যমুখী ফুল ও দুধ দিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, মন্দিরের পুরোহিতদের সঙ্গেও মতবিনিময় করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “শিলিগুড়িতে ডিএম-কে বলেছি জমি দেখতে। সেখানে একটি কনভেনশন সেন্টার হবে, তার পাশেই গড়ে তোলা হবে মহাকাল মন্দির। এখানে সবচেয়ে বড় শিবমূর্তি স্থাপন করা হবে।”

তিনি আরও জানান, “কাজটি করতে কিছুটা সময় লাগবে। একটি ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে। সরকার বিনামূল্যেই জমি দেবে।”

দিঘায় জগন্নাথ মন্দির তৈরির পর কলকাতার উপকণ্ঠে রাজারহাটে দুর্গা অঙ্গন নির্মাণের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্পও অনেকটা এগিয়েছে বলে জানান তিনি। বলেন, “রাজারহাটে জমি চিহ্নিত হয়েছে, টেন্ডার ডাকা হয়েছে, আমি নকশা দেখেছি।”

উত্তরবঙ্গের বিপর্যয়ের পর দ্বিতীয় দফায় পাহাড় সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে প্রশাসনিক বৈঠক করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপের আশ্বাস দেন তিনি। পাহাড়ের মানুষের পাশে থেকে ফের বড় ধর্মীয় ও সাংস্কৃতিক প্রকল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *