ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে এশিয়া কাপ ২০২৫-এর জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণার কথা ছিল। মুম্বইয়ের প্রধান কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে দল ঘোষণা করার কথা থাকলেও প্রবল বর্ষণের জেরে বৈঠক পিছিয়ে গেল।
বিসিসিআইয়ের এক মিডিয়া ম্যানেজার জানান, পরিবেশজনিত সমস্যার কারণে বৈঠক বিলম্বিত হচ্ছে। তবে সূর্যকুমার যাদব ইতিমধ্যেই বোর্ড কার্যালয়ে পৌঁছে গিয়েছেন। অন্য নির্বাচক ও কর্মকর্তারা এখনও পৌঁছতে পারেননি।
এদিন মুম্বইয়ে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি হয়েছে। বিএমসি সরকারি ও আধা-সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। ম্যাচগুলি হবে আবু ধাবি ও দুবাইয়ে। টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর।