ছবি: রাজীব বসু
কোলফিল্ড টাইমস: আসন্ন দুর্গাপুজোয় শহরের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শুক্রবার মহানগরের একাধিক পুজো মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। চেতলা অগ্রণী ও দেশপ্রিয় পার্কের মতো হাই-প্রোফাইল মণ্ডপে গিয়ে তিনি পরিকাঠামো খতিয়ে দেখেন— সিসিটিভি ক্যামেরা, ভিড় সামলানোর প্রস্তুতি, মণ্ডপের কাঠামো ও প্রবেশ-নির্গমন পথের ব্যবস্থা সবই ছিল তাঁর নজরে।
পুলিশ কমিশনার জানিয়েছেন, মানুষের সুবিধা ও নিরাপত্তার কথা ভেবেই এ বছর বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিগগিরই চালু হবে একটি মোবাইল অ্যাপ, যার মাধ্যমে পুজোপ্রেমীরা জানতে পারবেন কাছাকাছি বড় পুজোর ঠিকানা, কোন রাস্তা দিয়ে মণ্ডপে যাওয়া বা বেরোনো নিরাপদ, ভিড়ের পরিস্থিতি, জরুরি পরিষেবার তথ্য ও পুলিশের যোগাযোগ নম্বর।
সূত্রের খবর, ইতিমধ্যেই কেএমসি, পিডব্লুডি, দমকল, ট্রাফিক পুলিশ-সহ একাধিক দপ্তরের সঙ্গে যৌথ বৈঠক হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে দক্ষিণ কলকাতার বড় মণ্ডপগুলি, ইএম বাইপাস লাগোয়া অঞ্চল, উত্তর কলকাতার ভিড়প্রবণ পুজো, মেট্রো স্টেশন সংলগ্ন জায়গা ও গুরুত্বপূর্ণ মোড়ে।