আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর নির্ধারিত দিনেই এসএসসি পরীক্ষা হবে। শুক্রবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) জানিয়েছে, আসন্ন পরীক্ষার আগেই প্রকাশ করা হবে ‘দাগি’ প্রার্থীদের নামের তালিকা।
শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসি-র পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবারই কমিশনের ওয়েবসাইটে প্রকাশ পাবে সেই তালিকা। তিনি বলেন, প্রায় ১৯০০ জন দাগি প্রার্থী রয়েছেন এবং তাঁদের কাউকেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগেই সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, কোনও অযোগ্য প্রার্থী আবেদন করলে তা খারিজ করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই যোগ্য প্রার্থীরা দাবি করে আসছিলেন, দাগি প্রার্থীদের নাম প্রকাশ্যে আনতে হবে। অবশেষে আদালতের নির্দেশে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে।
শুক্রবার শুনানিতে আন্দোলনকারী চিন্ময় মণ্ডল কিছু বলতে চাইলে বিচারপতিরা তাঁকে ভর্ৎসনা করে জানান, “এটা কোনও পাবলিক প্ল্যাটফর্ম নয়। আপনি মামলা দায়ের করেননি, তাই পিছনে যান।” বিচারপতি সতর্ক করে দেন, এক জন অযোগ্যকেও পরীক্ষায় বসতে দেওয়া যাবে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট সাত দিনের মধ্যে ২০১৬-র এসএসসি নিয়োগ দুর্নীতির ‘টেন্টেড’ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল।