Home / খবর / রাজ্য / রাজ্যের দুই জেলায় শেষ ভোটার তালিকার ম্যাপিং, দ্রুত এগোচ্ছে সংশোধনের কাজ

রাজ্যের দুই জেলায় শেষ ভোটার তালিকার ম্যাপিং, দ্রুত এগোচ্ছে সংশোধনের কাজ

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ জোরকদমে চলছে। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের নেতৃত্বে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে জানা যায়, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ম্যাপিং ও আপলোডিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।

সিইও দফতরের সূত্রে খবর, ঝাড়গ্রামে ইতিমধ্যেই ৭৪ শতাংশ ভোটারের তালিকা মিলে গিয়েছে। বাকি জেলাগুলিতেও দ্রুত কাজ চলছে এবং আগামী ১৫ অক্টোবরের মধ্যে ম্যাপিং শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তবে দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাজ কিছুটা শ্লথ গতিতে এগোচ্ছে। কারণ, ওই জেলার প্রশাসনিক আধিকারিকরা ত্রাণ কার্যক্রমে যুক্ত রয়েছেন। প্রয়োজনে কলকাতা থেকে অতিরিক্ত কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন।

কমিশন সূত্রে আরও জানা গেছে, ‘ম্যাপিং’-এর সময় সর্বশেষ ভোটার তালিকা ২০০২ সালের এসআইআর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। যাদের তথ্য মিলে যাচ্ছে, তাঁদের নতুন করে নথি বা যাচাইয়ের প্রয়োজন হবে না। এই তথ্য বুথ লেভেল আধিকারিকদের (বিএলও) অ্যাপে পাঠানো হবে, তাঁরা তা যাচাই করবেন। পাশাপাশি ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও-দেরও নজর রাখতে বলা হয়েছে।

গোটা প্রক্রিয়ার উপর সরাসরি নজর রাখছে দিল্লির নির্বাচন সদন। রাজনৈতিক দলগুলিকেও এই অগ্রগতির তথ্য জানানো হবে এবং তাদের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়ে যাচাইয়ের কাজ সম্পন্ন করা হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *