ত্রিপুরায় ফের রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার বিজেপিশাসিত রাজ্যের আগরতলায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার পর বুধবার সকালে রাজ্যে যান তৃণমূলের ছয় সদস্যের প্রতিনিধি দল। কিন্তু আগরতলা বিমানবন্দরে পৌঁছেই তাঁদের আটকে দেয় পুলিশ। অভিযোগ, এমনকি প্রিপেড ট্যাক্সি ধরতেও দেওয়া হয়নি তাঁদের।
এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি। সেরকম হলে আমি নিজেই যাব, দেখি কার কত দম।”
তৃণমূল সূত্রে খবর, প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা ও সায়নী ঘোষ। তাঁদের গাড়ি ব্যবহারে পুলিশি বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে প্রিপেড ট্যাক্সি নিতে গেলেও তা বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত আগরতলা বিমানবন্দরের বাইরে ধরনায় বসেন তৃণমূল নেতারা।
মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরায় বারবার আমাদের দলের উপর আক্রমণ হচ্ছে। আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়েছিল, এখন প্রতিনিধি দলকে আটকে দেওয়া হচ্ছে। বিজেপি দেশে বিভেদ ছড়াচ্ছে, এইভাবে গণতন্ত্র চলতে পারে না।”
তৃণমূলের দাবি, আগরতলায় তাদের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় বিজেপির কর্মীরাই যুক্ত। পুলিশ সেখানে উপস্থিত থেকেও কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে বিজেপি অভিযোগ অস্বীকার করে বলেছে, তৃণমূল নিজেরাই প্ররোচনামূলক কাজ করছে।