বাংলায় ১০০ দিনের কাজ চালুর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। গত ১ অগস্ট থেকে রাজ্যে প্রকল্পটি চালুর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করেছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা।
রাজ্যে তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। কেন্দ্রের অভিযোগ, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে মৃত ব্যক্তি বা ভুয়ো নাম ব্যবহার করে অর্থ তোলা হয়েছে। তদন্তে চার জেলায় ৬০০ কোটির বেশি টাকার অনিয়ম ধরা পড়েছিল বলে দাবি কেন্দ্রীয় দলের।
হাই কোর্ট অবশ্য জানিয়েছিল, দুর্নীতি রুখতে শর্ত চাপানোর অধিকার কেন্দ্রের আছে। তবে সমগ্র প্রকল্প বন্ধ রাখা যাবে না। প্রয়োজনে দুর্নীতিগ্রস্ত জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে কাজ চালু করতে হবে। আদালতের পর্যবেক্ষণ ছিল— “যাঁরা কাজ করছেন বা কাজের অপেক্ষায় রয়েছেন, তাঁদের কেন ভুগতে হবে?”
২০২১ সালের ডিসেম্বর থেকে মজুরি বন্ধ হওয়ায় হাই কোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিবিআই তদন্তের আবেদন জানান। আদালতের নির্দেশে গঠিত কমিটি গত এপ্রিল মাসে জানায়, চার জেলা থেকে ইতিমধ্যেই ২৪ কোটি টাকা উদ্ধার হয়েছে।
এই প্রেক্ষাপটেই হাই কোর্টের নির্দেশ মানতে অস্বীকার করে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় সরকার।