বিহারের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) মামলায় আজ সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন। এর আগে নির্বাচন কমিশন আধার গ্রহণে আপত্তি জানিয়েছিল, কারণ আধার পরিচয়পত্র হলেও নাগরিকত্ব প্রমাণের নথি নয় বলে দাবি করেছিল কমিশন।
এই নির্দেশ আপাতত শুধুমাত্র ভোটমুখী বিহারে প্রযোজ্য হবে। অন্য রাজ্যে SIR প্রক্রিয়ায় আধার গ্রহণ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী আদেশে নির্বাচন কমিশনকে ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা প্রকাশ করতে বলেছে, যাদের নাম SIR-এর পর বাদ পড়েছে। সঙ্গে বাদ দেওয়ার কারণও উল্লেখ করতে হবে এবং বিজ্ঞাপন দিয়ে তা প্রচার করতে হবে যাতে মানুষ সংশোধনের সুযোগ পান।
আদালতের পর্যবেক্ষণ, আধার আইন অনুযায়ী এটি পরিচয় ও বাসস্থানের স্বীকৃত নথি। তাই কমিশনের পক্ষে আধার গ্রহণ বাধ্যতামূলক।
পিটিশনারদের পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে ১১টি নির্দিষ্ট নথির পাশাপাশি আধার কার্ডও গ্রহণ করতে হবে এবং এ ব্যাপারে প্রচার চালাতে হবে।
আদালত আরও বলেছে, জেলা পর্যায়ের ওয়েবসাইটে বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে, যা স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত সংবাদপত্র, দূরদর্শন ও অন্যান্য টিভি চ্যানেল এবং জেলা নির্বাচন আধিকারিকের সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হবে।










