Home / খবর / দেশ / বিহার ভোটে আসন বণ্টনে জট, লালুপ্রসাদ যাদবকে ফোন রাহুল গান্ধীর

বিহার ভোটে আসন বণ্টনে জট, লালুপ্রসাদ যাদবকে ফোন রাহুল গান্ধীর

কোলফিল্ড টাইমস: বিহার বিধানসভা নির্বাচনের আগে বিরোধী মহাজোটের মধ্যে আসন বণ্টন নিয়ে জট কাটাতে সরাসরি উদ্যোগ নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সূত্রের খবর, বৃহস্পতিবার রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ফোনে কথা বলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে। আলোচনার লক্ষ্য—চলমান অচলাবস্থা ভেঙে আসন সমঝোতা চূড়ান্ত করা।

প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় সময়ের চাপ বাড়ছে। এর মধ্যেই আরজেডি ও কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে মতভেদ জোটের ঐক্যে অনিশ্চয়তা তৈরি করেছে। সূত্রের দাবি, মূল বিরোধের কেন্দ্র করে রয়েছে কংগ্রেসকে কতগুলি আসন দেওয়া হবে এবং কয়েকটি ঐতিহ্যবাহী আসন নিয়ে মতপার্থক্য।

প্রথমে আরজেডি কংগ্রেসকে ৫২টি আসন দেওয়ার প্রস্তাব দিলেও কংগ্রেস দাবি তোলে অন্তত ৬০টি আসনের। পরে জানা যায়, আরজেডি ৬১টি আসনে সম্মত হলেও কংগ্রেসের দাবিকৃত কয়েকটি গুরুত্বপূর্ণ আসন—যেমন কাহালগাঁও, নরকতিয়াগঞ্জ ও বসলিগঞ্জ—ছাড়তে রাজি নয়। সূত্রের খবর, শেষ পর্যন্ত কংগ্রেস ৬১টি আসনে লড়তে রাজি হয়েছে বলে জানা যাচ্ছে, যা ২০২০ সালের তুলনায় ৯টি কম। ওই নির্বাচনে তারা ৭০টি আসনে লড়ে ১৯টি জিতেছিল।

আরজেডি এবারও জোটের বড় অংশ পাবে, যদিও আগের মতো বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারে। বামদলগুলি—সিপিআই(এমএল) লিবারেশন, সিপিআই(এম) ও সিপিআই—সহ মুকেশ সাহানির দলকেও জোটে আসন বরাদ্দ করা হতে পারে।

এরই মধ্যে বুধবার রাতে কংগ্রেস প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আসন বণ্টন এখনও চূড়ান্ত না হওয়া সত্ত্বেও। অন্যদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদব রাঘোপুর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহাজোটের আলোচনার জটের মধ্যেই শোনা গিয়েছিল, লালুপ্রসাদ যাদব পাটনার রাবড়িদেবীর বাসভবনে কয়েকজন প্রার্থীকে দলীয় প্রতীক বিলি করেছেন। তবে পরে তেজস্বী যাদব দিল্লি থেকে ফিরে আসার পর সেই প্রতীকগুলি প্রত্যাহার করা হয়েছে বলে সূত্রের খবর।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *