Home / খবর / দেশ / ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন

ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন

ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সোমবার শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি ভবনে সকাল ১০টা ১০ মিনিটে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। সস্ত্রীক উপস্থিত ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।

গত ২১ জুলাই মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন ধনখড়। তার পরই অবশ্যম্ভাবী হয়ে ওঠে উপরাষ্ট্রপতি নির্বাচন। মঙ্গলবারের ভোটাভুটিতে এনডিএ সমর্থিত প্রার্থী ও প্রাক্তন মহারাষ্ট্র রাজ্যপাল রাধাকৃষ্ণন ৪৫২ ভোটে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রার্থী তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট।

আগামী পাঁচ বছর উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন রাধাকৃষ্ণন। পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও থাকবে তাঁর কাঁধে। ধনখড়ের সময়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। তাই রাধাকৃষ্ণনের নিরপেক্ষ ভূমিকা নিয়েই আশাবাদী বিরোধী শিবির।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *