Home / খবর / দেশ / পথকুকুর মামলায় সুপ্রিম কোর্টে হাজির মুখ্যসচিবরা, রায় শুক্রবার

পথকুকুর মামলায় সুপ্রিম কোর্টে হাজির মুখ্যসচিবরা, রায় শুক্রবার

কোলফিল্ড টাইমস: দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবরা সোমবার পথকুকুর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে সশরীরে হাজিরা দিলেন। নির্দেশ মেনে হাজির হন প্রায় সব রাজ্যের মুখ্যসচিব। কেরলের মুখ্যসচিব ব্যক্তিগত কারণে উপস্থিত হতে না পারায়, সে রাজ্যের প্রিন্সিপাল সচিব আদালতে হাজির হন। তিন সদস্যের বেঞ্চ — বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি অঞ্জরিয়া — জানিয়েছেন, মামলার রায় ঘোষণা হবে আগামী শুক্রবার, ৭ নভেম্বর।

শুনানিতে আদালত জানিয়েছে, এই মামলায় ভারতের প্রাণীকল্যাণ বোর্ডকেও (Animal Welfare Board of India) পক্ষ করতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের আপাতত ফের হাজিরা দিতে হবে না। তবে আদালতের নির্দেশিকা না-মানা হলে আবার তলব করা হতে পারে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট সুপ্রিম কোর্ট পথকুকুর সংক্রান্ত মামলায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করে জানায়, রাস্তা থেকে পথকুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে নিয়ে গিয়ে বন্ধ্যাত্বকরণ ও টিকা দেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। এরপর তাদের পুনরায় আগের জায়গায় ফিরিয়ে দিতে হবে। সব রাজ্যের কাছ থেকে এ নিয়ে হলফনামা চাওয়া হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা ও দিল্লি ছাড়া কেউ তা জমা দেয়নি বলে আদালত জানিয়েছিল।

এর পরেই আদালত ওই সব রাজ্যের মুখ্যসচিবদের তলব করে। সোমবার কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেটা আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এখন প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলই হলফনামা জমা দিয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে একাধিক পথকুকুরের আক্রমণের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছিল। এই পরিস্থিতিতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শোনার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। প্রথমে আদালত দিল্লির সমস্ত পথকুকুর সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও পরে তা সংশোধন করে বন্ধ্যাত্বকরণের উপর জোর দেয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *