Home / খবর / দেশ / মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে বোমা হুমকি, বিমানবন্দরে জারি জরুরি অবস্থা

মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানে বোমা হুমকি, বিমানবন্দরে জারি জরুরি অবস্থা

মুম্বই থেকে দিল্লি আসা ইন্ডিগোর একটি বিমানে বোমা থাকার হুমকি পাওয়া গেছে। ফ্লাইট নম্বর ৬ই ৭৬২-তে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, হুমকির বার্তাটি ছিল অস্পষ্ট।

সূত্রের খবর, হুমকির পর দিল্লি বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২১ নিও বিমানটি সকাল প্রায় ৭টা ৫৩ মিনিটে দিল্লিতে অবতরণ করে।

ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো সংস্থা। এক মুখপাত্র বলেছেন, “৩০ সেপ্টেম্বর ২০২৫-এ মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট 6E 762-তে নিরাপত্তা সংক্রান্ত হুমকি পাওয়া যায়। প্রতিষ্ঠিত প্রোটোকল অনুযায়ী, আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই এবং বিমানের পূর্ণ নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা করি।”

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *