মুম্বই থেকে দিল্লি আসা ইন্ডিগোর একটি বিমানে বোমা থাকার হুমকি পাওয়া গেছে। ফ্লাইট নম্বর ৬ই ৭৬২-তে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, হুমকির বার্তাটি ছিল অস্পষ্ট।
সূত্রের খবর, হুমকির পর দিল্লি বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। একটি ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২১ নিও বিমানটি সকাল প্রায় ৭টা ৫৩ মিনিটে দিল্লিতে অবতরণ করে।
STORY | IndiGo's Mumbai-Delhi flight gets bomb threat
— Press Trust of India (@PTI_News) September 30, 2025
An IndiGo flight from Mumbai to the national capital received a bomb threat on Tuesday morning, according to a source. The flight 6E 762 had around 200 people on board and security agencies found the threat to be… pic.twitter.com/1yGrDyvXBS
ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ইন্ডিগো সংস্থা। এক মুখপাত্র বলেছেন, “৩০ সেপ্টেম্বর ২০২৫-এ মুম্বই থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইট 6E 762-তে নিরাপত্তা সংক্রান্ত হুমকি পাওয়া যায়। প্রতিষ্ঠিত প্রোটোকল অনুযায়ী, আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই এবং বিমানের পূর্ণ নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা করি।”