কলম্বো থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৫৮ জন যাত্রী নিয়ে উড়ানটি চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ওই সমস্যা ধরা পড়ে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।
বিমানটি নিরাপদে চেন্নাই বিমানবন্দরে নামে এবং সমস্ত যাত্রীকে সুরক্ষিত ভাবে নামিয়ে দেওয়া হয়। অবতরণের পর বিমানের গায়ে পাখি ধাক্কার চিহ্ন দেখা যায়, যার পর তা পরীক্ষা করার জন্য অবতরণ করানো হয়।
এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়ারিং টিম বিমানের সম্পূর্ণ প্রযুক্তিগত পরিদর্শন চালায়। এই ঘটনায় ফেরত উড়ান বাতিল করা হয় এবং পরিবর্তে একটি বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়, যাতে ১৩৭ জন যাত্রীকে পরে কলম্বো পাঠানো হয়।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে মাঝ আকাশে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গত ৪ অক্টোবর অমৃতসর থেকে বার্মিংহামগামী ওই উড়ানে মাঝ আকাশে জরুরি টারবাইন সিস্টেম বা ‘র্যাম এয়ার টারবাইন’ (RAT) স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়।
এই টারবাইন সাধারণত তখনই সক্রিয় হয় যখন বিমানের দুটি ইঞ্জিন ব্যর্থ হয় বা মূল পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। তবে এই ক্ষেত্রে বিমানের সব ইলেকট্রিক ও হাইড্রলিক সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছিল। পাইলটরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে বিমানের নিরাপদ অবতরণ করান।
এয়ার ইন্ডিয়া জানায়, RAT সক্রিয় হলেও কোনো বড় প্রযুক্তিগত বিপর্যয় ঘটেনি এবং যাত্রীরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন।