রানিগঞ্জ: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জে ইসিএলের বাঁশড়া কোলিয়ারির সি পিটে ডুলি বিপত্তি। খনিগর্ভে উঠানামা করার ডুলি থেমে গিয়ে দেড় ঘন্টা ধরে কয়লাখনির মাঝে আটকে রইলেন ১৮ জন কর্মী। বিদ্যুৎ বিপর্যয় বা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ঘটে এই ঘটনা।
শুক্রবার সকাল ৯টা ২০ থেকে ১১টা পর্যন্ত আটকে থাকেন এই ১৮ জন কর্মী। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে কোলিয়ারিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে প্রায় ৫০ ফুট গভীরতায় যখন ডুলিটি যাচ্ছিল সে সময়ই হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সে আর এর জেরে প্রায় ৬০০ ফুট উচ্চতায় আটকে থাকে তারা।
জানা গেছে, রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারির সি পিটের ১৮ জন কর্মী শুক্রবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ ডুলি করে নামছিলেন। সেই সময় ডুলিটি খনির ভেতরে থেমে যায়। জানা গেছে, ৫০ ফুট গভীর খনিতে ডুলিটি যাওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এর ফলে ১৮ জন কর্মী ৬০০ ফুট নীচে ডুলিতে আটকে পড়েন। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা খনি আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খনি কর্মীরা বলেন, এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। খনির ভেতরে বিদ্যুৎ সরবরাহের নিম্নমানের হওয়ার কারণে এই ঘটনা ঘটে।
সাংবাদিকরা কয়লা খনি এজেন্টকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দেননি। সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি চুপ করে থাকেন। এ বিষয়ে খনি কর্মী লল্লন সিং বলেন, আমি যখন অন্যদের সঙ্গে ডুলিতে ছিলাম, তখন বিদ্যুৎ চলে যায়। যার ফলে খনির নিচের ডুলিতে আটকে যাই। তিনি বলেন, এই ধরণের ঘটনা প্রায়ই ঘটে। এখানে বিদ্যুৎ সরবরাহের মান খুবই খারাপ যে কারণে এ ধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তিনি ও অন্য কর্মীরা খনি কতৃপক্ষের কাছে দাবি জানান যে খনিতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিষয়ে মনোযোগ দেওয়া হোক।