Home / খবর / শিল্প-বাণিজ্য / মাদার ডেয়ারি দুগ্ধজাত পণ্যের দাম কমাল, জানুন কীসে কত

মাদার ডেয়ারি দুগ্ধজাত পণ্যের দাম কমাল, জানুন কীসে কত

কোলফিল্ড টাইমস: ক্রেতার জন্য সুখবর নিয়ে এল মাদার ডেয়ারি। কেন্দ্রের জিএসটি ২.০ সংস্কারের পর কোম্পানি ঘোষণা করেছে, তাদের সব ধরনের দুগ্ধজাত ও খাদ্যপণ্যের দাম কমানো হচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

জিএসটি সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের ওপর থেকে কর হ্রাস বা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। মাদার ডেয়ারি জানিয়েছে, তাদের প্রায় সব পণ্যই এখন শূন্য কর বা সর্বনিম্ন ৫ শতাংশ স্ল্যাবের আওতায় পড়ছে।

মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্টর মনীশ বান্ডলিশ বলেন, “আমরা গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান। তাই সরকার থেকে পাওয়া করছাড়ের ১০০ শতাংশ সুবিধা আমরা সরাসরি ভোক্তাদের দিচ্ছি।”

দাম কমছে প্রতিদিনের জনপ্রিয় পণ্যেরও—যেমন পনির, মাখন, চিজ, ঘি, মিল্কশেক এবং আইসক্রিম। উদাহরণ হিসাবে বলা যায়, আগে যেখানে ৫০০ গ্রাম মাখনের দাম ছিল ৩০৫ টাকা, এখন সেটি পাওয়া যাবে ২৮৫ টাকায়। আবার বাটারস্কচ কন আইসক্রিমের দাম ৩৫ টাকা থেকে নেমে হচ্ছে ৩০ টাকা।

তবে সাধারণ পাউচ দুধের দামে কোনো হেরফের হচ্ছে না, কারণ এখনও পর্যন্ত দুধে কখনোই জিএসটি ধার্য করা হয়নি। দাম কমানো হয়েছে ইউএইচটি মিল্কে—যেমন ১ লিটার টেট্রা প্যাক টোন্ড দুধ এখন পাওয়া যাবে ৭৭ টাকার বদলে ৭৫ টাকায়।

মাদার ডেয়ারি জানিয়েছে, “পাউচ মিল্ক (ফুল ক্রিম, টোন্ড, গরুর দুধ ইত্যাদি) আগে থেকেই জিএসটি থেকে অব্যাহতি পেয়েছে এবং ভবিষ্যতেও সেই নিয়মই বহাল থাকবে। তাই এর এমআরপি-তে কোনো পরিবর্তন আসবে না।”

উল্লেখ্য, এর আগে দুগ্ধ সমবায় আমুল-ও স্পষ্ট করেছে যে তারা পাউচ দুধের দাম কমাবে না, কারণ এর ওপর কখনোই কর ধার্য করা হয়নি।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *